সিলেট প্রতিনিধি:
সিলেটের জালালাবাদ থানার ৬নং টুকের বাজার ইউপির নোয়াগাঁও গ্রামের একটি বাড়ির পুকুরপাড় থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ জানুয়ারী) দুপুরে স্থানীয়রা ঝুলন্ত লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাতালের মর্গে প্রেরণ করে।
উদ্ধারকৃত নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (৩৮), সে পেশায় নির্মাণ শ্রমিক। চট্টগ্রাম মহানগরীর আব্দুর লতিফ সড়কের নিমতলার বাসিন্দা মতিউর রাহমান ছেলে।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ধারণা করছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবুও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এসময় পুলিশ নিহতের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র, একটি স্বর্ণের আংটি, মোবাইল সেট ও ১১৭০ টাকা জব্দ করে।
CBALO/আপন ইসলাম