রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা জাসাস এর পরিচিতি সভা, জাসাস বিএনপি গোলাপ ফুল বললেন প্রধান অতিথি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নির্বাহী মহাসচিব নির্বাচিত হলেন আনোয়ার হোসেন মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন নাটোর ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাটোর রেড টিম আটোয়ারীতে ‘মানিকপীর সোনালী কিন্ডার গার্টেন’-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ আলীকদমে মাতামুুহুরী নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু ভৈরব নদীতে নৌকা বাইচে উৎসবের জোয়ার, দর্শনার্থীর ঢল সাপাহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স জনবীমী’র পিঠা ও আনন্দ উৎসব 

ঝালকাঠিতে জমিজমার বিরোধের জেরে প্রতিপক্ষকে বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১১ জানুয়ারি, ২০২১, ৪:৫৫ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে জমিজমার বিরোধের জেরে জোরপূর্বক প্রতিপক্ষকে উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী জানান, “আমি মো: সোহেল সিকদার, পিতা: মো: মালেক সিকদার, ২৮৯/৬ বিকনা নতুন ষ্টেডিয়াম, ঝালকাঠি। দীর্ঘ দিন যাবত আমি পৈত্রিক ও ওয়ারিশ এবং ক্রয়সূত্রে জমির মালিক । ১নং ওয়ার্ড বিকনা, নতুন ষ্টেডিয়াম, ঝালকাঠি সদর, ঝালকাঠি যাহার হোল্ডিং নং ২৮৯/৬ বিল্ডিং প্লান অনুযায়ী কাজ করি। জমির মোট পরিমান ৫ শতাংশ, সরজমিনে পেয়েছি ৪.৬০ শতাংশ।

 

যাহার জেএল নং-১০৭ খতিয়ান নং- ১১৬৯, ১২৪০ এসএ দাগ নং – ৪৮০, ৪৮১, ৪৮৩ যাহার বিএস দাগ নং ৪৮০, ৪৭৭, ৪৭৮ বিবাদী (১) আনছার ফকির পিতামৃত: জবেদ ফকির, (২) মতিউর রহমান গনি শরীফ, সাং বিকনা, ঝালকাঠিদের ক্রয়কৃত সম্পত্তি যাহার কোন জমির রেকর্ড ও কাগজ পত্র ঠিক নাই। গতকাল (রবিবার) ও তার আগের দিন উক্ত বিবাদীরা জোরপূর্বক আমার জমি দখল করার চেষ্টা করে। বিবাদী ১) আনছার আলী ফকির (মুক্তিযোদ্ধা) ২) মতিউর রহমান গনি শরীফ ৩) রুবি বেগম, পিতা মতিউর রহমান গনি শরীফ ৪) জুয়েল ফকির , পিতা আনছার আলী ফকির ৫) তুহিন বেগম, পিতা: আনছার ফকির ৬) আমেনা বেগম, স্বামী আনছার ফকিরগণ আমার ৪.৬০ শতাংশ জমির বসত বাড়ির মধ্যে জোরপূর্বক বাউন্ডারী ভেঙ্গে ভিতরে এসেছে এবং পিলার ভেঙ্গে ফেলেছে এবং ইট চুরি করে নিয়ে যায়। বালু, সিমেন্ট নস্ট করে ফেলে এবং জুয়েল পুলিশ উল্লেখিত বিবাদীগণ দলবদ্ধ হয়ে পুলিশের ক্ষমতা অপব্যবহার করে আমাকে এবং আমার কর্মরত লেবারদের মারধর করে। এছাড়া আমার বিল্ডিং এর ছাদের পানি আটকে রাখে। পানির পাইপ ভেঙ্গে ফেলে । আমি আমার জমি ছাড়তে বল্লে বিবাদীরা আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয়।

আমি ও আমার পরিবারের উপর দা-বটি, রান্দা, লাঠি শাপল,ও লোহার বড় নিয়ে আমাদের মারার জন্য ঝাপিয়ে পড়ে। আমাদের হুমকি দেয় নিজেদের ঘরে আগুন লাগিয়ে আমাদের মামলা দিয়ে হয়রানি করবে বলে ভয় দেখায়।নরী নির্যাতনসহ বিভিন্ন মামলা দেয়ার হুমকি দিচ্ছে। আমার বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ বরাবর গত ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখ এবং ঝালকাঠি বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট জিআর -৪৬৮/১৯ আইনের ধারা ৩৮৫,৩৭৯,৪২৭,৫০৬ মামলা বিবাদীর সাথে চলছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে বিবাদীর সাথে ৭ ধারা মামলা চলছে যা বিচারাধীন। এমপি নং ৩১/২০২০ ধারা- ১০৭/১১৭ । এবং পুলিশ তদন্ত রিপোর্ট আমার পক্ষে এসেছে।

আমাকে এই বলে বিবাদীরা হুমকি দেয় যে, তারুলি লুৎফর রহমানকে ভাগিনাদের সঙ্গে নিয়া কিভাবে মার্ডার করছি শোন নাই। তোদেরকে ও সেই রকম শেষ করব।

আমি আমার জমি ফেরত চাই। আমার সরকারি চাকুরী শেষ করে দিবে বলেও হুমকি ধমকি দেয়। এমতাবস্থায়, আমি আমার পৈত্রিক ওয়ারিশ ও ক্রয়কৃত সম্পত্তি শান্তিতে পরিবার পরিজন নিয়ে ভোগদখল ও বসবাস করতে পারি তার সুব্যবস্থাদানে প্রশাসনের কাছে আবেদ জানাচ্ছি।”

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর