আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
মাদারীপুর জেলার শিবচর থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসার গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল র্যাব-৮,সদস্যরা সোমবার ঈদের রাত দশটার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদারীপুর জেলার শিবচর থানার কাঠালবাড়ী এলাকার পদ্মা সেতুগামী রোডের কাঠালবাড়ী ঘাট এলাকায় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক তিন জনকে আটক করে।
আটককৃতরা হলো মোঃ খান জাহান আলী (২৫), পিতাঃ ইদ্রিস মিয়া, সাং-করল্যাছড়ি বাজারপাড়া, থানাঃ মাটিরাংগা, জেলাঃ খাগড়াছড়ি,মোঃ জনি (২৪), পিতাঃ মোঃ জসিম, সাং-দুলালপুর, থানাঃ ব্রাহ্মনপাড়া, জেলাঃ কুমিল্লা ও মোঃ আব্দুল মালেক (২৮), পিতাঃ ইদ্রিস মিয়া, সাং-করল্যাছড়ি বাজারপাড়া, থানাঃ মাটিরাংগা, জেলাঃ খাগড়াছড়ি। তারা খাগড়াছড়ি ও কুমিল্লা থেকে মাদক বিক্রির জন্য উক্ত এলাকায় এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। পরবর্তীতর আটককৃতদের কাছ থেকে সর্বমোট ১৫শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বরিশাল র্যাব-৮এর পক্ষ থেকে সোমবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবচর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।