মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

নিউ লাইফ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আবু জাহিদ নিউ’র উদ্যোগে সাংবাদিক সমাজের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২০, ১০:১৭ অপরাহ্ণ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

গাইবান্ধার পলাশবাড়ীতে নিউ লাইফ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আবু জাহিদ নিউ’র ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় সকল সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি সুশীল সমাজের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে ৷ গত ২৪ মে রোববার পলাশবাড়ী প্রেসক্লাবে আহবায়ক রবিউল হোসেন পাতার সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলামের পরিচালনায় দিনব্যাপী পলাশবাড়ীর সাংবাদিক সমাজকে সন্মানিত করে তিনি পরিধেয় পোষাক পাঞ্জাবী হাতে তুলে দেন ঈদ উপহার হিসেবে ৷ প্রায় শতাধিক ব্যাক্তিকে পাঞ্জাবী দিয়ে সন্মান প্রদর্শন করেন তিনি ৷ এছাড়া অসহায় মানুষদের জন্য লুঙ্গী, শাড়ী সহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পোষাক বিতরন করেছেন ৷

এ সময় প্রকৌশলী আবু জাহিদ নিউ বলেন, সাংবাদিক সমাজের দর্পণ, জাতির বিবেক ৷ কিন্তুু দুঃখের বিষয় জেলা উপজেলা পর্যায়ে অধিকাংশ সংবাদকর্মীরা প্রতিষ্ঠান থেকে কোন সম্মানী পান না ৷ সাংবাদিকরা সারাজীবন সমাজের জন্য দিয়েই যায় পক্ষান্তরে তাদের কোন প্রাপ্তি নেই বললেই চলে ৷ এদেরকে নিয়ে ভাবার মানুষের বড়ই অভাব ৷ তাই তাদেরকে নিয়ে ভেবে এই সামান্য উপহারটুকু দিতে পেরে নিজের কাছে অনেক ভাল লাগছে ৷ আমি বেঁচে থাকলে প্রতিবছরই এই উপহার দেওয়া অব্যাহত রাখবো ।

আপনারা আমার জন্য দোয়া করবেন মহান সৃষ্টিকর্তা যেন আমাকে সুস্থ্য রাখেন ৷ আপনাদের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যেহুতু পলাশবাড়ীর সাংবাদিকরা সব সময়ই লেখনীর মাধ্যমে আমাকে ও আমার নিউ লাউফ ফাউন্ডেশনকে সহযোগিতা করেছেন। ঈদ উপহারের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় প্রথম থেকেই প্রকৌশলী আবু জাহিদ নিউ পলাশবাড়ী-সাদুল্লাপুর ও পীরগঞ্জ উপজেলার কর্মহীন হয়ে পড়া অসহায় গরীব মানুষদের মাঝে চাল, ডাল, তেল, সবজি, সাবান, লবন, সেমাই, মুড়ি, চিনি বিতরণ অব্যাহত রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর