সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

ই-পেপার

রাউজানে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ফোরাম ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ৩:৪৯ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি::
দেশের বৃহত্তর শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের বিভিন্ন কলেজে পড়–য়া রাউজানের শিক্ষার্থীদের সংগঠন ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ফোরাম’ রাউজান শাখার ২য় তম কাউন্সিল ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫-ডিসেম্বর) উপজেলার মুন্সিরঘাটা মারুফ’স বিশ্ববিদ্যালয় কোচিং হোমে বিকাল ৩টায় অনুষ্ঠিত কাউন্সিলে ১ম ও ২য় অধিবেশনের মধ্য দিয়ে নতুন বছরের কাউন্সিল সম্পন্ন করা হয়।

কাউন্সিলের ১ম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের বিদায়ী সভাপতি মোহাম্মদ নুরুল আজম। ফোরামের সাধারণ সম্পাদক মো: আবছার হোসেন-এর পরিচালনায় ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর-এর অফিসার মো: শাহ-ই-জাহান, বিশেষ অতিথি ছিলেন রাউজান জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ফোরামের উপদেষ্টা আবদুর রহমান পাভেল, মারুফ’স বিশ্ববিদ্যালয় কোচিং হোমের পরিচালক মো: মারুফ আলম, হাজী মুহাম্মদ মহসিন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক আমির হামজা, হাজী মুহাম্মদ মহসিন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো: সাহাবউদ্দিন ও বিদায়ী কমিটির রাশেদ বিল্লাহ বক্তব্য রাখেন।

পরে ২য় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয় এতে তৌহিদুল ইসলাম (শাহিন)’কে সভাপতি, আমির হামজা’কে সিনিয়র সহ-সভাপতি, মাহিদুল ইসলাম’কে সহ-সভাপতি, মো: লোকমান হাকিমকে সাধারণ সম্পাদক, প্রসেনজিৎ শর্মাকে যুগ্ন-সাধারণ সম্পাদক, রাজু কুমার নাথকে সাংগঠনিক সম্পাদক, মো: সাজ্জাদ হোসেনকে প্রচার সম্পাদক ও মো: সাহাবউদ্দিনকে সহ-দপ্তর সম্পাদক করা হয়। মোট ৩১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।
ছবির ক্যাপশন রাউজান জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: লোকমান হাকিম।
(২) জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ফোরামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন যুব উন্নয়ন অধিদপ্তর-এর অফিসার মো: শাহ-ই-জাহান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর