বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের ‘হঠাৎ গুরুতর অবনতির’ কথা জানিয়ে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত জানানোর কয়েক ঘণ্টা পর তা থেকে সরে এসেছে দলটি।
বুধবার রাতে গুলশানে চেয়ারপারসনের বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে নতুন সিদ্ধান্তের কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. জাহিদ হোসেন।
তিনি বলেন, দুপুরের পর থেকে ম্যাডাম একটু অসুস্থবোধ করছিলেন। বর্তমানে তিনি আগের তুলনায় সুস্থবোধ করছেন। এ কারণে তাকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেডিকেল বোর্ড সদস্যরা।
‘মেডিকেল বোর্ডের সদস্যরা বাসায় এসে তাকে চিকিৎসা দিয়েছেন, কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বোর্ড সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়াকে আপাতত বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হবে এবং তিনি পর্যবেক্ষণে থাকবেন। প্রয়োজন হলে তাকে হাসপাতালে নেওয়া হবে।’