মোরা দামাল সৈনিক
মোরা দামাল সৈনিক
মোরা দামাল
রক্ত সামাল কামাল কিয়া দামাল।
মোরা ঝঞ্ঝার মতো উদ্দম,মোরা নির্ভয়
স্বপ্ন মোদের বিশ্বজয়ের তৃপ্তিতে বিস্ময়।
মোরা অতিতের গ্লানি সব মুছে
মোরা অগ্রগামী-যাত্রা পথের বাঁধা দেব সব গুছে।
মোরা নির্ভয় মোরা দুর্জয় ; ভাংব গড়ব জয়।
মোরা বিধাতার এই বিশ্ব-
মুক্ত করবো নিঃশেষ ।
মোরা চঞ্চল; সরিতের মত প্রবহ
মোরা ঝঞ্ঝার মতো উদ্দম সমিরের মতো বিদ্রোহ।
নেত্রে আগুন
বন্ধ – রা’গুন।
কণ্ঠ চেপে-টুটি টেনে ধরবো
ওরা মারবে মোরা লড়বো।
একাত্তরের বিজয় মোদের সাহসের হাতিয়ার,
থাকবে না বঙ্গে
রাখবো না অঙ্গে।
কোন দালাল দস্যু চুতিয়ার।
রক্ত মোদের সচ্ছ সলিল
উড়ছে “দলিল” শূণ্যে।
গাইছে বিহগ কণ্ঠ ছেড়ে অরণ্যে।
শেখ আলী আকবার সম্রাট
নপাড়া অভয়নগর যশোর।
CBALO/আপন ইসলাম