সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনে পর্দাপন করেন আকলিমা খাতুন তুলি। এরপর থেকে নিজের সাহস,অসামান্য রাজনৈতিক দক্ষতা ও গুনাবলীর জন্য কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি।
২০১৩ সালে রূপসা উপজেলা যুবমহিলালীগের আহবায়ক এবং ২০১৮ সালে রূপসা উপজেলা যুবমহিলালীগের সভাপতি নির্বাচিত হন।মেহনতী গরিব মানুষের সুখ-দুঃখকে ভাগ করে নেয়ার জন্য ২০১৬ সালে তিনি নিজ এলাকা ১নং আইচগাতী ইউনিয়নের ৪নং (সিংহেরচর) ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচন করেন।
গরিব মানুষের আবেগ ভালবাসায় তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। নিজ ওয়ার্ডের বিভিন্ন জায়গায় উন্নয়ন মূলক কাজ করে চলেছেন। রাস্তাঘাট,স্কুল কলেজ সহ নারীদের উন্নয়নে কাজ করে চলেছেন প্রতিনিয়ত। সরকারি অনুদান সকলের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করায় তার (তুলির) সুনাম রয়েছে। নিজ এলাকার ঈদগাহ,মসজিদ মাদ্রাসার ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।রূপসাঞ্চলের নির্বাচনী তৃনমূল জরীপে আলোচনায় উঠে আসেন আকলিমা খাতুন তুলি।
তৃনমূল মানুষ বলেন, “একজন ইউপি সদস্য হিসেবে তিনি এলাকার যথেষ্ট কাজ করেছেন।আমাদের আপদে বিপদে তিনি এগিয়ে আসেন এবং ভবিষ্যতে ও আমরা তাকে ইউপি সদস্য হিসেবে দেখতে চাই।”
CBALO/আপন ইসলাম