মোঃ এনামুল হক বাদশা,সিংড়া নাটোরঃ
নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়নে চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম আরিফের নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় প্রায় দুই হাজার পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পুরো রমজান মাস জুরে ইটালী ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে দফায় দফায় স্থানীয় ওয়ার্ড মেম্বার এবং আওয়ামীলীগের নেতাকর্মিদের সংঙ্গে নিয়ে প্রতিটি গ্রামে গ্রামে চেয়ারম্যান আরিফ এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও ইটালী ইউনিয়নের পাকুড়িয়া বাজার,কুমগ্রাম বাজার,সাতপুকুড়িয়া বাজার,বুনকুড়ি বাজার সহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে এই ঈদ সামগ্রী বিতারণ করেন ইটালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান রাজা, সাঃ সম্পাদক আলহাজ্ব বেলাল খাঁ,ইউনিয়ন ছাত্রলীগের সাঃ সম্পাদক শফিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মিরা।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে,লাচ্ছা-সেমাই,গুড়ো দুধ,চিনি। ঈদের উপহার পেয়ে অনেক অসহায় মানুষদের মুখে হাসি ফুটেছে। চেয়ারম্যান আরিফ বলেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় সুবিধাবঞ্চিতদের ঈদের খুশি সবার মাঝে বিলিয়ে দিতে দুঃস্থদের মাঝে আমার সাধ্যমতো নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেছি । যারা খুব অর্থকষ্টে থাকেন, তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফুটে, এ প্রচেষ্টার অংশ হিসেবেই এ আয়োজন।