পাবনার ঈশ্বরদীতে চাল মিলের বর্জ্য পদার্থ পানিতে ৪৫টি পরিবারের সদস্যদের অবরুদ্ধ করার অভিযোগ উঠে এসেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকালে ঈশ্বরদী মহাসড়কের অরণকোলা বাগবাড়িয়া চকনারিচা এলাকায় মিলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বক্তব্য বলেন, দূষিত পানিতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে শিশুসহ শতাধিক নারী-পুরুষ। দূষিত পানি থেকে রক্ষা ও প্রবেশ বন্ধে জেলা প্রশাসকের কাছে পদক্ষেপ কামনা করছি। ভুক্তভোগী আরও জানান, ২০১১ সাল থেকে আল্লাহর কমপ্লেক্স চাল মিলের বর্জ্য মিশ্রিত দূষিত পানি নির্দিষ্ট ক্যানালের মাধ্যমে জনবসতিপূর্ণ এলাকায় নিষ্কাশিত করায় ৪৫টি পরিবারের বসতবাড়িতে পানি উঠে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। এছাড়াও অনেকে বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়ে পড়েছেন। শুধু তাই নয়, আশেপাশের আবাদি জমিতেও এ বর্জ্য মিশ্রিত পানি ঢুকে ব্যাহত হচ্ছে কৃষি কাজ। সমস্যা সমাধানের জন্য একাধিকবার মিল মালিক আনোয়ার হোসেন আনু শাহকে বলা হলেও স্থায়ী কোনো সমাধান পাইনি এই ভুক্তভোগী পরিবারগুলো। ভুক্তভোগী সামসুল আলম ও রফিকুল ইসলাম বলেন, একাধিকবার বলা হলেও মিল মালিক কথায় কোনো কর্ণপাত করছেন না। নোংরা পানিতে চলাচল করতে গিয়ে শিশুসহ অনেকের শরীরে নানা চর্মরোগ দেখা দিয়েছে। এছাড়া আবাদি জমির চাষাবাদও ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়ে সবাই বিক্ষোভ করছি। অভিযোগ অস্বীকার করে মিলের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন আনু শাহ বলেন, আমাদের কারখানার পানি নিষ্কাশনের আলাদা ব্যবস্থা রয়েছে। কিন্তু হঠাৎ করে ওই জায়গা ভরাট হওয়ার কারণে কিছু পানি বাইরে চলে গেছে। যার কারণে একটু সমস্যা হয়েছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ এবিষয়ে কোন প্রকার অভিযোগও করেননি। তবে খোঁজ নিয়ে সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়া হবে।