পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা- ২০২৫ এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ রবিউল ইসলাম বলেন, “ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তারুণ্যের উৎসব ২৪-এর এই আয়োজন তরুণদের অন্তরে সৃষ্টিশীলতার নতুন অনুপ্রেরণা জাগিয়ে তুলবে। তিনি আরো বলেন, তারুণ্য মানেই উদ্যম, স্বপ্ন ও সৃষ্টিশীলতা। তরুণ প্রজন্মই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান জানান, মাধ্যমিক পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রথম স্থান- আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান- আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান- অধিকার করেছে বলরামপুর উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান- মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ, দ্বিতীয় স্থান- বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসা। প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠানকে ৫’০০০/-টাকা, দ্বিতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানকে ৩’০০০/-টাকা ও তৃতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানকে ২’০০০/-টাকা করে পুরস্কৃত করা হয়। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে এ ধরণের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এসময় অন্যান্যদের মধ্যে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।