বুকের তাজা রক্ত দিয়ে যে নামটি লিখেছি,
তুমি আমাদের সেই স্বাধীনতা।
লক্ষ শহীদের মৃত্যুতে সৃতি হয়ে আছে যে কথা,
তুমি আমাদের সেই স্বাধীনতা।
৩০ লক্ষ প্রানের বিনিময় পেয়েছি যে কথা,
তুমি আমাদের সেই স্বাধীনতা।
যে স্বাধীনতা মনে করিয়ে দেয়,
শেখ মুজিবর ও ভাসানির কথা,
তুমি আমাদের সেই স্বাধীনতা।
যে স্বাধীনতা মনে করিয়ে দেয় ৫২ একাত্তরের কথা,
তুমি আমাদের সেই স্বাধীনতা।
শত শত বোনের চোখের অশ্রু দিয়ে যে কথাটি লিখা,
তুমি আমাদের সেই স্বাধীনতা।
ভাই -বোনের আদর মাখা মায়ের বুকের ভালোবাসা,
তুমি আমাদের সেই স্বাধীনতা।
লক্ষ ছাত্রের বুকের রক্ত দিয়ে লেখা আছে যে কথা,
তুমি আমাদের সেই স্বাধীনতা।
শত শত মানুষের রক্ত দিয়ে আঁকা ,
তুমি আমাদের সেই স্বাধীনতা।
CBALO/আপন ইসলাম