কে,এম আল আমিন :
মোটর সাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক আহসান হাবীব (৩৬) ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫ টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ( ইন্না লিল্লাহি…… রাজিউন) । আহসান সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া দক্ষিন পাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
সে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি সহ ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পত্রিকা পরিবহন পদ্মা এজেন্সীর হাটিকুমরুল রোডের ম্যানেজার ছিলেন। মৃত্যুকালে স্ত্রী,১ কন্যা,মা ভাই-বোন,আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রায় ১ মাস আগে উল্লাপাড়ার পুর্বদেলুয়া নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
CBALO/আপন ইসলাম