রকিবুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক থেকে ৩২ টুকরো মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও থানা পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনো এক সময় উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তি নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক পারাপার হচ্ছিলেন। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়ে রাস্তার ওপর পড়ে ছিলেন। অন্যান্য যানবাহন লাশের ওপর দিয়ে চলাচলা করায় ছিন্নভিন্ন হয়ে যায়।
সকালে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লাশের প্রায় ৩২টি টুকরো উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, লাশের পরিচয় শনাক্ত করার মতো তেমন কোনো তথ্য থানা পুলিশ পাইনি।তবে লাশের পরিহিত জ্যাকেট, চাদর ও লুঙ্গি জব্দ করা হয়েছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
CBALO/আপন ইসলাম