রোববার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের সভাপত্বিতে আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাড়াশ ডিগ্রী কলেজ চত্বরে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা আওয়ামী গীগের যুগ্ন সাধারণ সম্পাদক রজত ঘোষ, মোজাম্মেল হক মাসুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎসহ আরও অনেকে।
CBALO/আপন ইসলাম