কে বলেছে জাতির জনক বঙ্গবন্ধু মরেছে ? সেতো মরেনাই সেতো-বাঙ্গালীর মাঝে বেচে বছে। মুজিব না হলে কে দিতো মোদের মুক্তির আহবান? ভোরের পাখির মতো-কে ভাঙাতো ঘুম গেয়ে স্বাধীনতার গান? বুঝতে পারিনি গণতন্ত্র কি? মুজিব-ই মোদের শিখিয়েছে মুজিবের চেতনায় আপ্লুত হয়ে লক্ষ মুজিব সৃষ্টি হয়েছে মুজিবের আদর্শে অবগাহিত বাঙালী মুক্তির পথ খুজে পেয়েছে। বাঙালী মানেই মুজিব সৈনিক এ কথা প্রমাণিত হয়েছে প্রতি পদ চিহ্নে পাই যে আজ শেখ মুজিবের ছোয়া। সাক্ষী দিবসের উষার রবি, দিবাবসানে সাঁজের মায়া,সাড়ে সাত কোটি বাঙালী ছিল সেদিন মুজিবের হাতিয়ার। স্বাধীনতা সংগ্রামে নেমেছিল দিয়ে হায়দারী হুংকার, বাংলার ষোলো কোটি বিপ্লবী জনতা কান্দে মুজিবের তরে। হবেনা কভূ এমন নেতা এ বাংলার ভিতরে -বাংলার মাটি জ্বল রবি শশি বৃক্ষরাজি, আজও মুজিব কে খোজে নদীর ধারায় পাখির গানে কিংবা কৃষকের কাজে।মুজিবকে ছাড়া সবাই শুন্য,নাহয় বাংলার ইতিহাস, মুজিব মানে কবির কবিতা, কাঁদানো উপন্যাস। মুজিবকে পরলে জানতে পার বাংলার জন্ম কথা। বাঙালী হয়ে না পার যদি,অন্তরে পাবো ব্যথা! মুজিব মরেনি মরতে পারেনা -এ আমার দৃঢ়বিশ্বাস। বাংলার আকাশে বাতাসে এখনও শুনি তার দীর্ঘ নিশ্বাস। বড় আশা ছিল বাংলাকে গরবে একটি সোনার দেশ, আফসোস মনে পারলোনা সে চলে গেল কাঙালের দেশে!
কবি প্রফেসর আবদুস সসত্তার হাওলাদার
সহকারী অধ্যাপক রাষ্ট বিঞ্জান,
বাজারগোনা ডিগ্রী কলেজ পটুয়াখালী