প্রজাপতি প্রজাপতি রঙিন ডানা মেলে ,
যাচ্ছো কোথায় উড়ে উড়ে দাওনা আমায় বলে ।যাচ্ছি আমি ফুল বাগানে ,ফুলের রেণু আহরণে !
ঘুম পাড়িয়ে বনের পাখি ঘুরবো শুধু তুমি আমি ,
রঙিন ডানা মেলে ।
আসতে হবে বড্ড দেরি ,
চলো এবার তাড়াতাড়ি ,
ফুল ফুটেছে অনেকগুলি ।
বৃষ্টি ভেজা ঘাসের ফুলে ,
দুলব দুজন হাওয়ার তালে ।
CBALO/আপন ইসলাম