মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের কর্মদক্ষতা উপজেলাবাসীকে অবাক করে তুলেছে। জানাগেছে, আটোয়ারী থানা পুলিশ ইদানিং হারিয়ে যাওয়া বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছেন।এবার বিকাশ একাউন্ট থেকে খোয়া যাওয়া টাকাও উদ্ধার করে প্রকৃত টাকার মালিককে ফেরত দিয়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন আটোয়ারী থানা পুলিশ। আটোয়ারী থানা পুলিশের কর্মদক্ষতার ধারাবাহিকতায় হারিয়ে যাওয়া একটি স্মার্ট মোবাইল ফোন এবং ভুল নাম্বারে বিকাশের ১৮,৭৫০/-টাকা উদ্ধার করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকৃত মালিকের হাতে বুঝে দিয়েছেন। জানাগেছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ফাইন্যান্স এন্ড একাউন্ট) এডিশনাল ডাইরেক্টর মোঃ শাহান শাহ পঞ্চগড়ে আত্মীয়ের বাড়ী এসেছিলেন। আটোয়ারীতে তাঁর বন্ধুদের সাথে দেখা করতে এসে অসাবধানতাবসত তার ব্যবহৃত প্রায় ৪০.০০০/- টাকা মূল্যের স্মার্ট মোবাইল ফোনটি ২ আগস্ট ২০২০ হারিয়ে যায়। তিনি গত ২০ আগস্ট ২০২০ বিস্তারিত বিবরণ উল্লেখ করে আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রী করেন।যার নম্বর:৮১৩ ।
আটোয়ারী থানা পুলিশ প্রযুক্তি খাটিয়ে মোবাইল সেটটি ঢাকার বাড্ডা এলাকা হতে উদ্ধার করতে সক্ষম হয়েছে। অপরদিকে উপজেলার কালিকাপুর এলাকার রফিকুল ইসলামের পুত্র মাওঃ রাজিউর রহমান রাজু গত ১৮ নভেম্বর তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের ফুলহারা গ্রামে পরিবারের কাছে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য ফকিরগঞ্জ বাজারের আল মামুনের বিকাশের দোকানে যায়। সেখান থেকে ১৮,৭৫০/- টাকা ভুলবশত: অন্য নাম্বারে চলে যায়। ভুল নম্বরে টাকা যাওয়া ব্যক্তিটি অস্বীকার করলে মাওঃ রাজিউর রহমান গত ২২ নভেম্বরে আটোয়ারী থানায় একটি জিডি করেন। জিডি নং ৯৩৯। পুলিশ প্রযুক্তি খাটিয়ে মাগুড়া জেলার শ্রীপুর থানা এলাকা হতে বিকাশের খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। একটি নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর দিক নির্দেশনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর কে নিয়ে এ পর্যন্ত ৬টি মোবাইল ফোন এবং ১৮,৭৫০/- টাকা উদ্ধার করা সম্ভভব হয়েছে।
আরো দুইটি মোবাইল ফোন শীঘ্রই উদ্ধারের প্রস্তুতি চলছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এডিশনাল ডাইরেক্টর মোঃ শাহান শাহ বলেন, আমি কোনদিন ভাবতেও পারিনি হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পাব। সবই আল্লাহর ইচ্ছা , আর বাংলাদেশ পুলিশের দক্ষতা। তিনি পঞ্চগড় পুলিশ সুপার সহ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের এমন কার্যক্রমে দেশ ও জাতির কল্যাণ সম্ভব। অপরদিকে মাওঃ রাজিউর বলেন,আমার পরিশ্রমের টাকা বাড়িতে বিকাশে পাঠাতে গিয়ে ভুলে অন্য নম্বরে চলে গেছে। পুলিশের পরামর্শে থানায় জিডি করেছি। পুলিশ মাগুড়ার শ্রীপুর থেকে উদ্ধার করে আমার হাতে টাকা ফেরত দিয়েছেন। এ উপকারের কথা কোন দিন ভুলতে পারবোনা।আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য আল্লাহর কাছে দোয়া করবো। একাধিক মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশ এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে।
CBALO/আপন ইসলাম