আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:
২৫ শে নভেম্বর ২০২০ বুধবার দুপুর ১২.২০ মিনিটে ঢাকার স্কোয়ার হাসপাতালে, ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলের পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস (৫৮) ইন্তেকাল করেছেন। মেয়র জাহাঙ্গীর বিশ্বাস গত ১৮ শে নভেম্বর ২০২০ বুধবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং তাঁর রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিক্যাপ্টারযোগে ঢাকায় স্কোয়ার হাসপাতালে নেয়া হয়। ঢাকা স্কোয়ার হাসপাতালে ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। জনাব মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুতে নড়াইলের শোকের ছায়া নেমে এসেছে।
CBALO/আপন ইসলাম