অনলাইন ডেস্ক:মার্কিন নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। শনিবার রাজধানী ওয়াশিংটনে প্রতিবাদে অংশ নেয় হাজারো মানুষ।
৭ নভেম্বর বাইডেনের বিজয় নিশ্চিতের পর ট্রাম্পের সমর্থনে এটাই সবচেয়ে বড় সমাবেশ। ওথ কিপারস মিলিশিয়া, প্রাউড বয়েজ গ্রুপ’সহ বিভিন্ন উগ্র ডানপন্থী দল অংশ নেয় বিক্ষোভে।
হোয়াইট হাউজের কাছাকাছি ফ্রিডম প্লাজা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করে তারা। ট্রাম্পকে নির্বাচনে জয়ী হিসেবে দাবি করে তার সমর্থকরা। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে আখ্যা দেয় ধোঁকাবাজি হিসেবে। রাজধানীর বাইরেও বিভিন্ন শহরের রাজপথে নামে ট্রাম্প সমর্থকরা। এসময় গলফ ক্লাবে ফুরফুরে মেজাজে ছিলেন ডোনাল্ড ট্রাম্প।