মার্কিন ফার্মা সংস্থা ফাইজার এবং জার্মান বায়োটেক সংস্থা বায়োএনটেক জানিয়েছে, তৃতীয় ধাপের ট্রায়ালে ৯০ শতাংশেরও বেশি কার্যকর তাদের সম্ভাব্য করোনার ভ্যাকসিন। সংস্থা দু’টি জানিয়েছে, তারা এখনো পর্যন্ত কোনো এই ভ্যাকসিনের গুরুতর সমস্যা খুঁজে পায়নি। এই মাসের শেষের দিকে জরুরি ব্যবহারের অনুমোদনের প্রত্যাশা করছে।
ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বাউরলা এক বিবৃতিতে বলেছেন, বিজ্ঞান ও মানবতার জন্য আজকের দিনটি দুর্দান্ত। যখন সংক্রমণের হার নতুন রেকর্ড তৈরি করছে, ধরাণ ক্ষমতার অতিরিক্ত রোগী যাচ্ছে হাসপাতালে এবং অর্থনীতি পুনরায় চালু করার জন্য সংগ্রাম করছে বিশ্ব তখন আমরা আমাদের ভ্যাকসিন ডেভলপমেন্ট প্রোগ্রামে গুরুতর মাইলফলক পৌঁছেছি।
ফাইজারের অন্যতম শীর্ষ ভ্যাকসিন বিজ্ঞানী বিল গ্রুবার এক সাক্ষাত্কারে বলেন জনস্বাস্থ্যের জন্য এবং আমরা এখন যে পরিস্থিতিতে রয়েছি সেখান থেকে সবাইকে রক্ষা করার জন্য একটি দুর্দান্ত দিন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অনুমোদিত হলে, ভ্যাকসিন ডোজগুলো সংখ্যা প্রাথমিকভাবে সীমাবদ্ধ থাকবে। তারপরও ভ্যাকসিনটি কতদিন করোনার হাত থেকে রক্ষা করবে তাসহ আরো অনেক প্রশ্ন রয়ে গেছে। তবে এই খবরটি আশা জাগানিয়া। করোনাভাইরাসের বিরুদ্ধে অন্যান্য সম্ভাব্য ভ্যাকসিনগুলোও কার্যকর প্রমাণিত হতে পারে।
সূত্র: রয়টার্স।