রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ছবিঃ ক্যাপশন ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ট্যান্ডের পুলিশ বক্সটি টায়ার-টিউবের দোকান হিসেবে ব্যবহার করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইল্লা বাসষ্ট্যান্ড পুলিশ বক্সটি দীর্ঘদিন যাবত দখল করে গাড়ীর পুরাতন টায়ার-টিউবের দোকান পরিচালনা করে আসসে ঝালকাঠী জেলা শহরের বাসিন্দা আলকাস মিয়া নামের এক ব্যক্তি।
স্থানীয়রা আরও জানান, ওই ব্যক্তির কাছে পুলিশ বক্সটি ভাড়া দিয়ে মাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য আরজ আলী সরদার। ভাড়াটিয়া আলকাস মিয়া জানান, আরজ আলী সরদারের চাতালের পাশে তার (আলকাস) ভাড়ার দোকানের কাজ চলমান থাকায় গত এক মাস যাবত পুলিশ বক্সে টায়ার-টিউব রেখে তিনি কাজ করে আসছেন। পুলিশ বক্স ভাড়া দেয়ার অভিযোগ অস্বীকার করে আরজ আলী সরদার বলেন, একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
CBALO/আপন ইসলাম