মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

নীলফামারী থেকেও দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালার কাঞ্চনজঙ্ঘা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৪:৩৮ অপরাহ্ণ

এস,কে হিমেল, নীলফামারি প্রতিনিধিঃ
এবার নীলফামারী থেকে দেখা মিলেছে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। আজ  সকাল থেকে  দেখা  মেঘ-কুয়াশামুক্ত আকাশের উত্তর-পশ্চিমে ঝলমলে রোদ নীলাকাশের দিগন্তে কাঞ্চনজঙ্ঘা সগর্বে দাঁড়িয়ে আছে। খালি চোখে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য্য দৃশ্য। মনোরম দৃশ্য দেখে অনেকে আনন্দে অভিভুত হয়ে পড়ে।
সকালের পর শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে পরিবার পরিজন সহ শতশত মানুষজন  কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য্য দৃশ্য উপভোগ করে আনন্দে মেতে উঠে।
চলতি বছরের শীতের আগমনে এই প্রথম নীলফামারী জেলা সদর হতে কাঞ্চনজঙ্ঘা খালি চোখে দেখা যাচ্ছে।
বিকালে বাবুপাড়া গৃহবধু ফৌজিয়া জলি জানালেন সকালে খবর পাই কাঞ্চনজঙ্ঘা নীলফামারী থেকে দেখা যাচ্ছে। তাই লোভ সামলাতে না পেরে পরিবারের সকলে ছুটে এসে তা উপভোগ করছি। অনেক ভাল লাগছে। মনে হচ্ছে মাত্র অল্প কিছু দুরেই দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা।উকিলপাড়া নাজমুল হুদা বললেন লোভ সামলাতে পারলাম না। তাই ছুটে এসে উপভোগ করছি। এদিকে শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে সকলেই ছুটে যাচ্ছে খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখতে।
প্রসঙ্গতঃ কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার (২৪,১৬৯ ফুট)। এই পর্বতটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। অনেক ধর্মলম্বীদের কাছে এই পাহাড়টি পবিত্র একটি জায়গা। সূর্য্যর আলো যখন কাঞ্চনজংগার চুড়ায় এসে পড়ে তখন মনে হয় কেঊ বুঝি ওর সৌন্দর্যে আগুন ধরিয়ে দিয়েছে! আর শত শত মাইল দূর থেকেও সেই আলোর আভা দেখা যায়। আর এর সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। জানা যায়, দুই মেরু রেখার বাইরে সবচেয়ে বেশি বরফ ধারণ করে রেখেছে হিমালয় পর্বতমালা। আর সূর্যের সব রঙেই যেন নিজের মধ্যে ধারণ করে রেখেছে হিমালয়ের সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা।
তাই সূর্যের আলো সঙ্গে ক্ষণে ক্ষণে পাল্টাতে থাকে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার রূপ।প্রথমে লাল রঙ দেখা গেলেও সেই রং লাল থেকে পাল্টে গিয়ে কমলা রঙের হয় তারপর হলুদ রঙ হয়ে সর্বশেষ সাদা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর