সলঙ্গা প্রতিনিধি :
সিরাজগন্জের উল্লাপাড়ায় স্বামীর অমানুসিক নির্যাতন সইতে না পেরে অবশেষে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেছেন শাহিদা বেগম (২৮) নামের এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে, উপজেলার রামকান্তপুর গ্রামে মঙ্গলবার বিকেলে। গৃহবধু ঐ গ্রামের ফকির চাঁনের ছেলে মনিরুল ইসলামের স্ত্রী। জানা যায়, ১ যুগ আগে তাদের বিয়ে হয়। শাহিদা বেগম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ছোট পাকুরিয়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। শাহিদার ভাই অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শাহিদার স্বামী মনিরুল কারণে অকারণে যৌতুক দাবি করে আসছিলেন।
যৌতুক না পেয়ে বিভিন্ন সময় স্ত্রীর উপর অমানুসিক নির্যাতন করত। দীর্ঘদিনে এ বিষয়ে মনিরুল ও শাহিদার বাবার বাড়ির লোকজনের মধ্যে বেশ কয়েকদফা শালিসি বৈঠকও হয়। স্বামী ভালো হয়ে যাবেন অঙ্গীকার করলেও স্ত্রীর উপর অত্যাচার অব্যাহত থাকে। এ অবস্থায় ঘটনার দিন একই কারণে মনিরুল ও তার মা মিলে শাহিদাকে প্রচন্ড মারধর করেন। পরে শাহিদা তার মনঃকষ্ট নিবারণে শোবার ঘরে ধরনার সাথে দড়ি পেচিয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ মঙ্গলবার রাতেই শাহিদার লাশ উদ্ধার করে। বুধবার শাহিদার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে উল্লাপাড়া থানায় ইউডি মামলা হয়েছে।