বঙ্গবন্ধু!
তুমি ছিলে রাজপথের মহা বীর
নীচু করোনি তুমি শত্রুর কাছে শির।
বঙ্গবন্ধু!
তুমি ছিলে এ জাতির দর্পন
জীবনে করেছো তুমি সবকিছু অর্পণ।
বঙ্গবন্ধু!
তুমি ছিলে বাঙালির প্রিয় নেতা
সেবা করে গড়েছো তুমি উজ্জল-মানবতা।
বঙ্গবন্ধু!
তুমি ছিলে কোটি হৃদয়ের বেশ!
অস্তিত্বে গড়েছো তুমি প্রিয় বাংলাদেশ।
মোঃ নাজমুল ইসলাম , টাংগাইল।
CBALO/আপন ইসলাম