সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

ই-পেপার

উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাশ’র হস্তক্ষেপে ৩ দিন পর খেঁয়া পারাপার স্বাভাবিক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ১:৪৭ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) এর হস্তক্ষেপে ৩ দিন পর খেঁয়া পারাপার স্বাভাবিক হয়েছে। পঞ্চক্রোশী ইউনিয়নের ফুলজোঁড় নদীর কালিগঞ্জ খেঁয়াঘাটের নৌকা ৩ দিন বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এই খেঁয়ায় অন্তত নদীর দুপারের ১৫ টি গ্রামের ২ হাজার মানুষ প্রতিদিন চলাচল করে থাকে। কালিগঞ্জ খেয়াঘাটের ফুলজোঁড় নদী পার হয়ে সিরাজগঞ্জ শহর,জামতৈল,কামারখন্দ এবং উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের লোকজন চলাফেরা করে এই খেয়া ঘাটে। অনেকটা ব্যস্ততম নৌকা ঘাট।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) এর হস্তক্ষেপে খেয়াপার আবারও শুরু হয়েছে। এতে জনসাধারণের দীর্ঘ ভোগান্তির অবসান ঘটেছে। কালিগঞ্জ খেয়াঘাটের ইজারাদার মোঃ রাজু আহমেদ জানান চর-কালিগঞ্জের লোকজন খেয়াঘাট ভাংচুর এবং খেঁয়া চলাচলে বাঁধা দিয়েছে ।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ৩ দিন যাবৎ আমরা নিরাপত্তাহীনতার কারণে খেয়াপার বন্ধ রাখছিলাম, পুলিশের সহযোগিতায় আবারও খেঁয়া চালু করেছি। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান খেয়াপার বন্ধ থাকার বিষয়টি জানা ছিলো না পরবর্তী জানতে পেরে খেয়াপার আবারও শুরু করা হয়েছে। খেঁয়া পারাপারে কেউ বাঁধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গতঃ বুধবার (২০ অক্টোবর) সকালে চরকালিগঞ্জের মোঃ শাহাজ এর নেতৃত্বে আরিফুল ইসলাম লিটন, আমজাদ হোসেন, আলহাজ, আলতাফ, এরশাদসহ ১০/১৫ জন যুবক লাঠিসোঠা নিয়ে খেয়াঘাটে হামলা চালায়।

 

তারা খেয়াঘাট, ঘাটের মূল অফিস ঘর, খেয়া নৌকা ও পাশের হাঁসের খামার ভাংচুর করে। এ সময় বস্তায় ভরে খামার থেকে ৬ শতাধিক হাঁস নিয়ে যায় তারা। সবমিলিয়ে রাজুর ক্ষতির পরিমান দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ টাকা। এই মর্মে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে খেয়া ঘাটের ইজারাদার মোঃ রাজু আহমেদ।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর