মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার বিকেলে দুর্গাপুজার প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলঝোড় নদীতে বিকেল পাচটায় বাজার বণিক সমিতি পুজা মন্ডপসহ আরো ক’টি মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ বিসর্জনকালে বিপুল সংখ্যক বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশু কিশোরেরা উপস্থিত ছিলেন। উল্লাপাড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গৌতম দত্ত বলেন, এবারে নিজ নিজ এলাকায় পুজা মন্ডপগুলো প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে।
CBALO/আপন ইসলাম