গত ২৫ অক্টোবর কক্সবাজার নিউজ ডটকম এবং দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় প্রকাশিত ” হতদরিদ্রের ১০ টাকা চাল নিয়ে চালবাজি” সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও সঠিক নয়। আমি উক্ত সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদে উল্লেখ করা হয়ছে ভারুয়াখালী ইউনিয়নের হতদরিদ্রের ১০ টাকা চালের ডিলার মেসার্স ছমুদা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মালিক আমি জিয়াউল হক শিশু নামে চাল বিতরণ যে অনিয়মের কথা বলা হয়েছে এই ধরনের অনিয়ম কখনো ডিলারে হয়নি। কর্তৃপক্ষ বা সরকারি নীতিমালা নিয়ম অনুসারে প্রধানমন্ত্রী কর্তৃক দেওয়া হতদরিদ্রের চাল নিয়ম মোতাবেক আমি প্রতিমাসে বিতরণ করে আসছি।
প্রতিমাসে এলাকার সচেতন মহলে সাক্ষাতে দীর্ঘদিন ধরে চাল বিতরণ করে থাকি। সম্মানের সহিত চাল বিতরণ করছি বিদায় একটি কুচক্রী মহল সহ্য করতে না পেরে আমি জিয়াউল হক শিশুর বা ছমুদা এন্টারপ্রাইজের সুনাম বিনষ্ট করার লক্ষে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদটি সাজানো হয়েছে। সংবাদটি প্রকাশের ক্ষেত্রে সংবাদকর্মী আমার কোন ধরনের বক্তব্য সংগ্রহ করেনি। উক্ত প্রকাশীত সংবাদটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট উক্ত সংবাদের কোন ভিত্তি নেই। উক্ত মিথ্যা বানোয়াট সংবাদটি পড়ে, কর্তৃপক্ষ, পাঠক ও সচেতন মহলকে বিভ্রান্তি না হওয়ার জন্য,বিশেষভাবে অনুরোধ করছি।
কাজেই আমি নিন্মে স্বাক্ষর কারি প্রকাশিত ঐ সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
জিয়াউল হক শিশু
ছমুদা এন্টারপ্রাইজ
ভারুয়াখালী,কক্সবাজার সদর