বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

ই-পেপার

বিদ্রোহী কবি – মো: আলমগীর হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ৬:৪৬ অপরাহ্ণ

কাজী নজরুল ইসলাম
জন্ম তার পশ্মিম বঙ্গের চুরুলিয়া,
সারা জীবন কেটেছে তার
বিদ্রোহী কবিতা, গান লিখিয়া ।

কৈশোরে মুয়াজ্জিন
শেষে লেটো যাত্রাদলের অভিনেতা,
এতো অগাধ জ্ঞান মেধা
দিয়েছেন অপার বিধাতা।

কবি বিশ্ব জয় করেছে
দারিদ্র্যতাকে পরাস্ত করে,
তাই সারা বিশ্ব আজ
তার কর্ম সাধনাকে স্মরন করে।

কবি কখনও
অন্যয়কে দেয়নি প্রশ্রয়
তাই ¯^দেশের টানে বিশ্বযুদ্দে
যোগ দেয় শান্তি সেনায়।
দেশ যখন ইংরেজ শোষনে আবদ্ধ,
শোষকের বিরুদ্ধে লিখেছেন
বিদ্্েরাহ কবিতা উপন্যাস প্রবন্ধ।

কবি আজীবন করেছেন
অন্যায়ের বিরুদ্ধে অনশন,
সে জন্য মেনে নিতে হয়েছে
বার বার কারাবরন।

সমাজ থেকে মানুষের ভেদাভেদ
চেয়েছেন পরিত্রান
তাই সারাজীবন
লিখেছেন সাম্যের গান।

লেখক পরিচিতি:
মো: আলমগীর হোসেন
গ্রাম- লাঙ্গলমোড়া, পো:-ঘুড়কা
উপজেলা- রায়গঞ্জ,জেলা- সিরাজগঞ্জ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর