আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরআলগি গ্রামে ভয়ভীতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যাক্তা ধর্ষিতা গৃহকর্মী দুই সন্তানের জননী ধর্ষণের ফলে অন্তঃ¯^ত্তা হয়ে একটি পুত্র সন্তান প্রসব করেছে।
স্বামী পরিত্যাক্তা ভুক্তভোগী ওই গৃহকর্মী জানান, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের হানিফ আকনের গৃহে সে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলো। তার অসহায়ত্বের সুযোগে গৃহকর্তার পুত্র রাসেল আকন তাকে ভয়ভীতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এতে সে অন্তঃস্বত্তা হয়ে পরে। বিষয়টি ধর্ষক রাসেলের পিতার কাছে জানানোর পর সম্মান হারানোর ভয়ে বিষপান করে আত্মহত্যা করে ধর্ষক রাসেলের পিতা হানিফ আকন।
তিনি আরও জানান, ধর্ষক রাসেল তাকে গর্ভপাত করানোর জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে নিজ বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেয়া হয়। এরই মধ্যে গত ২১ অক্টোবর রাতে নিজ বাড়িতে ধর্ষিতা ওই নারীর গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। অসহায় গৃহকর্মী তার পুত্র সন্তানের পিতৃ পরিচয়ের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
CBALO/আপন ইসলাম