হঠাৎ যখন শুনতে পেলাম
আমি নই আর একা,
কারো অস্তিত্ব মিলছে নাকি
আমার ভিতর দেখা।
আসবে সে আমার ঘর
আলোকিত করে,
নরম নরম হাত পা দিয়ে
আমায় সে ছুঁবে।
ছোট্র ছোট্ট হাত যে তার
নরম নরম পা,
অস্পষ্ট গলায় যে সে
বলবে আমায় মা।
কল্পনায় তাকে নিয়ে
কত ছবি আঁকা,
আদর করে তাকে
কত নামে ডাকা।
পথ চেয়ে থাকি
আমি সারাক্ষণ,
কবে পাবো তার দেখা
কবে হবে তার আগমন।
ভাবতেই মনে জেগে ওঠে
আনন্দের বাঁধ,
এমনি হয় বুঝি
মাতৃত্বের স্বাদ।
CBALO/আপন ইসলাম