দিন যায় দিন আসে
আধারের মাঝে,
সময়ের স্রোতে ভেসে
কত মেঘই সাঝে।
কেউ কেঁদে কেউ হেসে
গোপনই রাখে,
তাতে কি যায় আসে
লোকেরই চোখে।
লক্ষ্য করো যাবে পেয়ে
তোমার আশে-পাশে,
যে তোমাকে জীবনের চেয়ে
বেশি ভালোবাসে।
————————-
মোঃ হুসাইন আহমদ
শিক্ষার্থী, মারহালাতুত তাকমিল
দারুস-সুন্নাহ মাদ্রাসা টাংগাইল।
CBALO/আপন ইসলাম