বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
রামগড় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাহার উল্লাহ মজুমদারের উপর হামলা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। রবিবার (১৮ অক্টোবর) সকালে রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে(অস্থায়ী) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার মফিজুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বাহার উল্লাহ মজুমদার অভিযোগ করে বলেন গত ৬ই অক্টোবর সোনাইপুল আল ফালাহ জামে মসজিদের সাধারণ সভায় দীর্ঘদিন ধরে কমিটি আটকিয়ে রেখে অর্থ আত্মসাতের বিষয়ে অভিযোগ করেন কমিটির সদস্যদের বিরুদ্ধে।যার প্রেক্ষিতে অর্থআত্মসাতকারী ব্যক্তিদের নির্দেশে এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী মসজিদের ভেতর তার উপর চওড়াও হয়ে তাকে প্রকাশ্যে লাঞ্চিত করেন এবং প্রাণনাশের হুমকি দেয়।এতে তিনি ভীতিগ্রস্ত হয়ে রামগড় থানায় একটি জিডি করেন।জিডি নং ৪৯৫।জিডিতে তিনি সাইফুল ইসলাম মজুমদার (২৫)পিতা নুর নবী,শরিফুল ইসলাম বাবু( ২৮)পিতা বাচ্ছু মিয়া, জিয়া উদ্দিন,পিতা নিজাম উদ্দিন, খোকন (২৪)পিতা মৃত আবু আহমেদ, রাজু( ২৪)পিতা লোকমান হোসেন, আরিফ হোসেন (২৪)পিতা এছাহাক মিয়া এসব চিহ্নিত সন্ত্রাসীরা তার উপর হামলা করেন বলে উল্লেখ করেন।
কার মদতে তার উপর এই হামলা হয়েছে সাংবাদিক দের এমন প্রশ্নের জবাবে তিনি ঐ ব্যক্তির নাম উল্লেখ না করে বলেন এসব চিহ্নিত সন্ত্রাসীরা মসজিদ কমিটির এক প্রভাবশালী ব্যক্তির নিয়ন্ত্রনে নানারকম অপকর্ম করে বেড়ায়।এলাকার সবাই সেটি জানে বলে উল্লেখ করেন। মসজিদের ভেতর বীর মুক্তিযোদ্ধা বাহার উল্লাহ মজুমদারের উপর হামলার নিন্দা জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার মফিজুর রহমাকহন বলেন, স্বাধীন বাংলাদেশে একজন প্রবীণ ব্যক্তি এবং মুক্তিযোদ্ধার উপর এমন হামলা সত্যিই দু:খজনক।অভিযুক্তদের অভিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ভবিষ্যতে এরকমভাবে অন্য কোনো মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনা যেন না ঘটে এবং ঐ মুক্তিযোদ্ধার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করণের বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জাফর আহমেদ,মুক্তিযোদ্ধা ভবন মোহন ত্রিপুরা, মুক্তিযোদ্ধা মোঃ করিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাধারন সম্পাদক প্রমদ বিহারী নাথ সহ স্থানীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, সোনাইপুল আল ফালাহ জামে মসজিদের ভূমিদাতা সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম কাজী রুহুল আমিনের দুই সন্তান কাজী শাহরিয়ার ইসলাম শাহেদ, কাজী সাইফুল ইসলাম শিমুল এবং এলাকাবাসীদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে গত ৬ই অক্টোবর সোনাইপুল আল ফালাহ জামে মসজিদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার উল্লাহ মজুমদার মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে নানারকম অনিয়ম এবং দূর্নীতির কথা তুলে ধরেন। যার ফলে প্রকাশ্যে এসব সন্ত্রাসীরা তার উপর হামলা করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
CBALO/আপন ইসলাম