সবাই মিলে হই যদি মোরা বিশ্ব জয়ের কবি
সবাই মিলেই গড়বো মোরা বাংলা জয়ের দেশটি ।
সবাই মিলে দেখবো মোরা হাতের মুঠোয় স্বপ্ন
সবাই মিলে পালন করবো যার যেটা ধর্ম ।
সবাই মিলে জ্ঞান বিজ্ঞানে থাকবো মোরা শির্ষে
সবার হাতেই স্বপ্নসুখের শান্তি দেখবো দৃশ্যে ।
সবার সেরা মানব জাতী সবাই মোরা হব এক
সবার মাঝেই জাগিয়ে তুলবো মানবতার বিবেক।
সবার স্বপ্ন মহা ধর্ম শ্রষ্টার সৃষ্টির সেবা দান
সবার মাঝেই সবার প্রান জাগ্রত সত্তায় মহীয়ান।
সবার দৃষ্টি শ্রষ্টার সৃষ্টি সুন্দর দৃশ্যের অপলক
সবার মাঝেই সুখ শান্তির বিরাজ আছে মহাগোলোক।
সবার স্বপ্ন জয়ে ধন্য জীবন গ্রম্থে চায় পুর্ণতা
সবার মাঝেই সবাই গড়ি বেঁচে থাকার সখ্যতা ।
সবার মাঝেই সবার প্রকাশ অন্তর আত্মার মিলনে
সবাই সবার সহায় হবো সৃষ্টি সুখের বন্ধনে ।
CBALO/আপন ইসলাম