তাড়াশ, সিরাজগঞ্জ, প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে প্রথমবারের মত দুইজন করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. জামাল মিয়া শোভন জানান, বগুড়ায় পাঠানো নমুনার মধ্যে আজ ২ জন করোনা পজিটিভ এসেছে। তারা হলো উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের ২৬ বছর বয়সি ১জন, তিনি নারায়নগঞ্জ ফেরত ও তালম ইউনিয়নের চৌড়া গ্রামের ২৮ বছর বয়সি ১জন, তিনি বগুড়ার শেরপুরে একটি ক্লিনিকে কর্মরত ছিলেন। তারা দুজনই পুরুষ।
তিনি আরো জানান, করোনা আক্রান্ত রোগীরা কি অবস্থায় আছে তা জানতে দ্রুততার সাথে তাদের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ।