অনলাইন ডেস্ক:কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে ১৮ বছর বয়সী ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের দিল্লিতে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ। নিহত রাহুল দিল্লির আদর্শনগরের বাসিন্দা।
পুলিশ বলছে, খুন হওয়ার কিছুক্ষণ আগে রাহুলকে এক কিশোরীর সঙ্গে দেখা গেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে তাকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, আমরা জানতে পেরেছি, ওই কিশোরীর পরিবারের সদস্যরা সম্পর্কটির বিরোধিতা করেছিল। কিশোরীর ভাই ও তার বন্ধুদের মারধরে আহত হয়ে ছেলেটি মারা গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিশোরীর সঙ্গে হেঁটে যাচ্ছে রাহুল। এর পরই সে কিশোরীর ভাইয়ের সামনে পড়ে। তাকে সেখানে ব্যাপক মারধর করা হয়। মূলত অন্য সম্প্রদায়ের ছেলে হওয়ায় এ ঘটনা ঘটেছে।
সূত্র : এনডিটিভি।