মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলায় রোপা আমন ধান ক্ষেত নিয়ে দু;চিন্তায় পড়েছেন কৃষকরা। এই উপজেলায় বিভন্ন এলাকার শতশত একর জমিতে রোপা আমন ধানক্ষেত ইঁদুরের দল কেটে সাবাড় করে দিচ্ছে। ভূক্তভোগী কৃষকরা আলোর ফাঁদ, কাকতাড়–য়া, জিং ফসফেট ও সেমকাফ জাতীয় ওষধ ষ্প্রে করেও ইঁদুরের হাত থেকে ধান ক্ষেত রক্ষা করতে পারছেনা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় ৭ হাজার ৯শ ৬০হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্র নিধারন করা হলেও চাষবাদ করা হয়েছে ৮হাজার ৯০ হেক্টর জমিতে।
ইঁদুরের হাত থেকে ধানক্ষেদ রক্ষা করতে অনেক কৃষক নির্ঘুম রাত জেগে পাহাড়া দিলেও তা রক্ষা করতে পারছেনা। অনেক কৃষক ক্ষেতের ধান গাছ ইঁদুরের হতা থেকে রক্ষা করতে আলোর ফাঁদ কলাগাছ মানুষের অবয়ব কাকতাড়–য়া বানিয়ে রাখলেও কোনো কাজে আসছে না। কৃষি বিভাগের পরামর্শে জিংক ফসফেট মিশিয়ে বিশটব বানিয়ে ইঁদুরের তাড়ানোর চেষ্টা করেও পারছেন না। এমনকি নালিরেট সেমকাফ নামের ওষধ ষ্প্রে করেও কোন লাভ হচ্ছে না।
উপজেলার কৃষক মনিরুল ইসলাম বলেন, আমার ক্ষেতে ইঁদুর ধান গাছ মাঝে মধ্যে কেটে সাবাড় করে দিচ্ছে। অনেক চেষ্টা করেও কোন কাজ হচ্ছে না। এই অবস্থা আমার খরচও উঠবেনা।
কৃষক কুবাদ আলী, নজরুল ইসলাম, তালেব হোসেন জানান, তাদেও ক্ষেতেও ইঁদুর ধান গাছ কেটে সাবাড় কওে দিচ্ছে। এছাড়া উপজেরা বিভিন্ন এলাকায় খোজখবর নিয়ে জানা গেছে, এসব এলাকার আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অফিসার মোছা: রুখশানা কামরুনাহা জানান, ইঁদুর আক্রমন থেকে ক্ষেত রক্ষা করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ নিয়ািমত কৃষকদের পরামর্শ প্রদান করে আসছেন।
CBALO/আপন ইসলাম