মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

ই-পেপার

“অতৃপ্ত” – সাজিদুর রহমান সুমন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১২:৩৩ অপরাহ্ণ

একটি ফুল ছিল-
আমার খুবই প্রিয় ফুল,
তাকে খুব যতনে রাখতাম-হৃদয় ফুলদানীতে সে ফুল,
ইচ্ছে হলেই আলিঙ্গণ করতাম;
সে ফুলের মধুপানে তৃপ্ত হতাম-
ফুলটিও খুব তৃপ্তি নিয়ে হাসত,
আমায় আপন মনে ভালোবাসত;
হঠাৎ করে সে এভাবে ঝরে যাবে-
মাটিতে মিশে যাবে-
কখনো আমি এভাবে ভাবিনী,
তবে কি সে ফুল ছিল কামিনী??
আমার মধুবন উজার করে,
সে ফুল এভাবে যাবে সরে-
কভূ তো আমি এসব ভাবিনী,
অতৃপ্ত এ মন আজি অতৃপ্ত-
সে ফুলেরই প্রেম নেশায় আমি অতৃপ্ত!!

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর