গতকাল ৭ অক্টোম্বর বুধবার রাঙামাটি সদর হাসপাতাল এলাকা থেকে বিকাল সোয়া চারটার দিকে আইসক্রিম কেনার উদ্দেশ্যে নুসরাত জাহান ইতি (১৮) নামের এক যুবতি হারিয়ে গেছে।
নিখোঁজ হওয়া নুসরাত জাহান ইতির পিতা আবুল কাসেম, পিতা মৃত হাসুর উদ্দিন, মাতা মজিরন বেগম, ঠিকানা- রাঙামাটি ষ্টেডিয়াম এলাকা, ওয়ার্ড নং- ০৮ রাঙামাটি পৌরসভা, ডাকঘর রাঙামাটি, থানা কোতয়ালী, জেলা রাঙামাটি।
আজ রাঙামাটি কোতয়ালী থানায় উপস্থিত হয়ে সাধারন ডাইরী করেন। বিবরণীতে তিনি উল্লেখ্য তার নিখোঁজ হওয়া মেয়ে নুসরাত জাহান ইতির মুখমন্ডল গোলাকার ফর্সা, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, পোশাক ছেলোয়ার কামিজ, প্যান্ট কালো, উড়না কালো, জামার রং সাদার রেক, কালোর রেক, বর্ণ উজ্জল শ্যামলা, ভাষা বাংলা ও বয়স ১৮ বছর।
রাঙামাটি কোতয়ালী থানার সাধারন ডাইরী নং- ৩২৭ তারিখ- ৮ অক্টোম্বর-২০২০।
সন্ধানপ্রার্থী নুসরাত জাহান ইতির পিতা আবুল কাসেম, মোবাইল নং- ০১৮৭৭০০৪৭১৯।