তেলাপোকা,ছাড়পোঁকার বসবাস এই মনে,
ভালো-মন্দ সবি আছে এই দেহে-
কে জানে,ওরে কে জানে?
ফাইভস্টার কিংবা আবাসিক এ শুয়েছ কতবার-
তুমি ছাড়া তা আর কে জানে?
আজ সেই চল্লিশোর্ধ নারী,
সব বিলিয়ে হয়েছে পথের ভিখারি,
পথের ধারে,অনাহারে-অনাহারে;
তোমারই পথ চেয়ে বসে আছে-
যৌবনে ছুটেছে তোমার প্রেমের টানে,
তুমি ছাড়া তারে আর কে চেনে?
ফ্যাশনাবল ড্রেস আর মডার্ন শাড়ী-
দিতে তুমি উপহার হাইস গাড়ী,
সেই উষ্ণ ছোয়া তোমার ভোলা যেত না-
সেও হয়েছে অতীত বড় অচেনা;
তোমার শেষ কি হবে পরিণতি-
ইশ্বর ছাড়া আর কে জানে,
ওরে ইশ্বর ছাড়া তা আর কে জানে?
#CBALO/আপন ইসলাম