চৌহালী উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাসে কর্মহীন দুস্থ প্রায় ২০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। প্রায় ১ মাস ধরে নির্বাচনী এলাকা বেলকুচি-চৌহালী, এনায়েতপুরের বিভিন্ন এলাকায় গিয়ে পায়ে হেঁটে নিজ হাতে অভাবী পরিবারের মাঝে খাবার তুলে দিচ্ছেন।
সোমবার দিনব্যাপী যমুনা চরাঞ্চল অধ্যুষিত চৌহালী উপজেলার বাঘুটিয়া, খাষপুখুরিয়া ও খাষকাউলিয়া ইউনিয়নে ২১শ দুস্থ পরিবারের মধ্যে তিনি চাল, ডাল, তেল ও লবন বিতরণ তিনি চাল, ডাল, তেল ও লবন বিতরণ করেছেন। এসময় চৌহালীর ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আ’লীগের সভাপতি আবু নজির মিয়া, সহ সভাপতি আবদুর রশিদ বাবুল, যুগ্মসম্পাদক তাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল মোল্লা ও ইউপি চেয়ারম্যান আবদুল কাহার সিদ্দিকী ও যুবলীগ নেতা আবু সাঈদ বিদ্যুৎ,
চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল রহমান তালুকদার( চুন্নু), সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজীব সরকার, চৌহালী উপজেলা শামছুল হক পরিষদের সভাপতি মোঃ ইমরুল হাসান শিকদার সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।