শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার ৩ হাজার ৭ জন ছাড়পত্র পেয়েছেন। জেলায় এ যাবত ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন। রোববার (১৭ মে) কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা প্রশাসকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ড. ফার“ক আহম্মদ উল্লেখ করেছেন, জেলায় এ পর্যন্ত মোট ৩৪৯৫ জন ব্যক্তিকে কোয়ারেন্টানে রাখা হয়েছিল।
এর মধ্যে কোন উপসর্গ না থাকায় পর্যায়ক্রমে ৩ হাজার ৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ৪৮৮ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। নমুনা পরীক্ষার পর ১৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন।