মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
দেশের বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ও শান্তির প্রতিক হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
এ উপলক্ষে সোমবার বিকেল ৫টায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রবিউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আক্কাছ, সাবেক ডেপুটি কমান্ডার ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহমেদ, ছবের উদ্দিন সরকার, মজিদুল হক টগর প্রমূখ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. জহুরুল ইসলাম।
#CBALO/আপন ইসলাম