কামরুজ্জামান কানু,জামালপুর:
জামালপুরের ইসলামপুর উপজেলার রিকশাচালক রাসেল হত্যা মামলার রায়ে সহোদর দুই আসামি ভুট্টু ও খালেককে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, সাতজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং চারজন আসামিকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত। ২৭ সেপ্টেম্বর দুপুরে জামালপুরের দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ভুট্টু ও খালেক ইসলামপুর উপজেলার পূর্ব শশারিয়াবাড়ী গ্রামের বুদুর ছেলে। মামলার বাকি সাতজন আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই গ্রামের ছামিউল, জহিজল, রশিদ, মো. কাশি, ফুলু মিয়া, বিদ্যুৎ ও বাবুল। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলাটির আসামি হুচ্চু, ফেক্কু, ইয়া মণ্ডল ও সাহেব আলীকে বেকসুর খালাস দিয়েছেয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্ব শশারিয়াবাড়ী গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে মো. রাসেল পেশায় ছিলেন রিকশাচালক। এলাকায় প্রতিবেশী বন্ধুদের সাথে জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাতে খুন হন রিকশাচালক রাসেল। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ভুট্টু ও খালেকসহ অন্যান্য আসামিরা ওইদিন রাত ১০টার দিকে রাসেলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতে তিনি আর বাড়ি ফিরে যাননি। পরের দিন ২৮ ডিসেম্বর সকালে তাদের বাড়ির কাছেই আখক্ষেত থেকে রাসেলের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রাসেলের মা আছিয়া খাতুন বাদী হয়ে প্রতিবেশী ভুট্টু ও খালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২৭ সেপ্টেম্বর জামালপুরের দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন মামলাটির রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌশুলী পিপি নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও আইনজীবী মো. আনোয়ারুল করিম শাহজাহান।
#CBALO/আপন ইসলাম