মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
গুরুদাসপুর থানা পুলিশের সিসি ক্যামেরায় ধরা পড়েছে ভ্যান চোর। উপজেলার খলিফাপাড়া আরশেদ প্রামাণিকের ছেলে আশিক (২২) চাঁচকৈড় বাঁশহাটা থেকে শনিবার সন্ধ্যার দিকে পুরানপাড়া মহল্লার দেরেশ মন্ডলের ছেলে জাহিদের ভ্যান চুরি করে।
পুলিশ জানায়, আশিক ইতিপূর্বেও ভ্যান চুরির দায়ে জেলে গেছে। এছাড়া উপজেলার কাছিকাটায় এক দোকানের ক্যাশ থেকে ৪১ হাজার টাকা চুরির দায়ে চাঁচকৈড় গারিষাপাড়ার আব্দুল লতিফের ছেলে আনারুলকেও (২৬) গ্রেপ্তার করা হয়েছে। সিসি ক্যামেরায় তাদের শনাক্ত করা হয়। গ্রেপ্তারকৃতের নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি মোজাহারুল ইসলাম।
#CBALO/আপন ইসলাম