মনের অতল গহীনে তোমার নামে গভীর প্রার্থনা।
দিবানিশি তোমায় ভাবি কি গভীর সাধনা!
খুব করে জড়িয়ে অতলে হারিয়ে তোমাতে মগ্ন থাকি উষা!
অনুরাগে অনুভবে মনে প্রাণে তুমি আমার ভালবাসা!
ভালবাসা ভালবাসা তুমি আমার ভালবাসা।
লাজুকতা ভুলে কাছে আসো আমার জীবনের মাহাকাব্যে উষা।