আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের ৭নং ওয়ার্ড (বাটরা) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকারের বাবা ও ওই ওয়ার্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠা কালীন সভাপতি নলিনী রঞ্জন সরকার (৯৪) আর নেই।
বার্ধক্যজনিত কারনে বৃহস্পতিবার সকাল ৮.২৫মিনিটে নিজ বাড়িতে শেষ নিশ্বাষ ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় ¯^জন ও শুভাকাক্সিখ রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র পক্ষে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন উপজেলা ও রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদান জ্ঞাপন করেছেন।
বৃহস্পতিবার নিজ বাড়িতে বাড়ির পারিবারিক শ্মশানে নলিনী রঞ্জন সরকারের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম