বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

র‌শিদনগরে থানায় অ‌ভি‌যোগ করায় হুমকি মুখে এক পরিবার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৭ মে, ২০২০, ৯:১৭ পূর্বাহ্ণ

কক্সবাজার প্র‌তি‌নি‌ধিঃ

রামু উপ‌জেলার রশিদনগর ইউ‌নিয়রনের থলিয়া‌ঘোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  প্রতিপক্ষের বাড়িঘর হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠেছে। ৯ মে রাত ০১ টার দি‌কে ৬নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে। অ‌ভি‌যোগ ম‌তে, আ‌মির হোছ‌নের পূত্র মনজুর আলম একজন ক‌মি‌টি পু‌লি‌শিং এর সদস্য হই। ঘটনার রাত মনজুর  প্রধান সড়‌কে ডিউ‌টি‌তে ছিল,‌সে বা‌ড়ি‌তে না থাকার বিষয় জান‌তে পা‌রি‌য়ে স্ত্রানীয় আইন অমান্যকারী সন্ত্রাসী পূ‌র্বের সামন্য ঘটনা‌কে কেন্দ্র ক‌রে বা‌ড়ির দরজা ভেংঙ্গে  বা‌ড়ি‌তে ঢু‌কে মনজু‌রের বউ,‌মে‌য়ে‌কে এ‌লোপাতা‌ড়ী মারধর ক‌রিয়া আহত ক‌রে। তখন হামলায় স্বীকার ম‌হিলারা চিৎকার কর‌লে  মনজুর সহ স্থানীয় লোকজন আস‌লে ঘটনাকারীরা পা‌লি‌য়া যায়। সন্ত্রাসীরা ঘটনা স্থান ত্যাগ করার সময় হত্যা সহ বি‌ভিন্ন হুম‌কি দেয়। প‌রে আহত‌দের উদ্ধার ক‌রে  রামু স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। আহতরা হলেন রু‌বি আক্তার, মুছানা আক্তার, আলমাছ খাতুন।

হামলাকরীরা যখন তখন অশ্লীল ভাষায় গা‌লিগালাজ ও প্রান নাশের হুমকি দিয়ে যাচ্ছে । তখন নিরুপায় হ‌য়ে মনজুর আলম বাদীতে রামু থানায় ৪ জনকে আসামী করে,ঘটনার পরদিন ১টি অ‌ভি‌যোগ দায়ের করা হয়েছে। উক্ত মামলার আসা‌মিরা করা হল,১। আকবর (৩৫) পিতা নুর মোহাম্মদ,২। মোর‌শেদ আলম (২০) পিতা মোহাম্মদ লালু ,৩‌। মোঃ হোছন পিতা(৫০) পিতা অজ্ঞত, উভয় সাং র‌শিদনগর ৫নং ওয়ার্ড হা‌মির পাড়া ৪। মোহাম্মদ হারুর (৩০) পিতা আ‌মির হোছন সাং র‌শিদনগর থ‌লিয়া‌ঘোনা।

বা‌দির বক্তব্য ম‌তে থানা অ‌ভি‌যোগ ক‌রেও তার প‌রিবার শা‌ন্তি‌তে বসাবস কর‌তে পার‌ছেনা। এমতাবস্থায় আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছে ভুক্তিভোগী মনজুর আলম ও তার প‌রিবারবর্গ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর