রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:
সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ( রিয়াজ – পারভেজ গ্রুপ) ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে করোনা পরবর্তী প্রাথমিক শিক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক আলোচনা সভা ও জেলা শাখার পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও বরিশাল বিভগীয় সমন্বয়কারী মোঃ ফিরোজ আলম। ঝালকাঠি সদর উপজেলার শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুরুন্নাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ নুরুল হক, সহ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ইদ্রিস আলী হাওলাদার, সাধারণ সম্পাদক সায়মা আক্তার মনিসহ ঝালকাঠি জেলার ও বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ঝালকাঠি জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়। সদর উপজেলার কিফাইত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরাকে সভাপতি, নলছিটি উপজেলার নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হককে সাধারণ সম্পাদক ও রাজাপুর উপজেলার কেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। পরে নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচছা জানান। এ সময় ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম