সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

ই-পেপার

করোনা রোগী বেড়ে যাওয়ায় চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সমালোচনার মুখে পদত্যাগ করেছেন চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম ভোজটেক। সোমবার পদত্যাগের ঘোষণা দিয়ে অ্যাডাম বলেন, ‘করোনা মহামারি মোকাবেলায় তার পদত্যাগ নতুন পদক্ষেপ নেয়ার সুযোগ তৈরি করবে।’

বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ার পর এতোদিন মধ্য-ইউরোপের এই দেশটি ভালোভাবেই সংক্রমণের বিস্তার রোধ করতে সক্ষম হয়েছিল। তবে গত সপ্তাহ থেকে দেশটিতে হঠাৎ করে সংক্রমণের মাত্রা বেড়ে যায়। এ ঘটনায় বিরোধীদের প্রচণ্ড সমালোচনা ও চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম।

গত সপ্তাহ থেকে দেশটিতে সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেছে। প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এই সংখ্যা আরো বাড়ছে। দেশটির নতুন কাকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেয়া হবে তা এখনও পরিষ্কার নয়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে দেশটিতে এখন পর্যন্ত ৪৯ হাজার ২৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মারা গেছেন ৫০৩ জন। আর সুস্থ হয়েছেন ২৪ হাজার ৭৫৫ জন।

সূত্র : রয়টার্স।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর